আজ থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ টি-২০ সিরিজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নবীন ভারত নামতে চলেছে। বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান, যশস্বী, ঋষভ, বুমরাহ, সিরাজ, কুলদীপ, অক্ষরদের। রয়েছেন সূর্য, হার্দিক ও অর্শদীপ। পিঠে চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেলেন শিবম দুবে। তাঁর পরিবর্ত হিসেবে এসেছেন তিলক ভার্মা।
রিঙ্কু সিং, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোইদের দিকে নজর থাকবে আজ। ওপেনিংয়ে অভিষেক বিধ্বংসী মেজাজে ছিলেন জিম্বাবোয়ে সফরে। রিয়ান শ্রীলঙ্কায় বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন। এই সিরিজেই অভিষেক হতে চলেছে মায়াঙ্ক যাদবের।
মায়াঙ্ক ছাড়াও এই সিরিজে অভিষেক হতে পারে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও পেসার হর্ষিত রানার। দু’জনেই জিম্বাবোয়ে সফরের দলে নির্বাচিত হয়েছিলেন। চোটের কারণে নীতীশ শেষ পর্যন্ত যেতে পারেননি। হর্ষিত একবারও মাঠে নামার সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। বিষ্ণোই থাকায় তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
ব্যাটিং অলরাউন্ডার হিসাবে মেহিদি হাসান মিরাজকে দলে রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা। মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞদের উপস্থিতি ভরসা টাইগার ব্রিগেডের। খেলা শুরু সন্ধ্যা ৭টায়। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাইশ গজে দুই দলের লড়াই।