কেমন হচ্ছে ঠাকুরপুকুর অঞ্চলের পুজো, কোথায় কী থিম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠাকুরপুকুরের পূর্বাচল উন্নয়ন সমিতির পুজো ২৯ বছরে পা দিয়েছে, তাদের থিম, ‘২৯শে ফিরে দেখা’। অসীম ব্যাপারী, রঞ্জন রায়ের মতো শিল্পীরা রূপ দিচ্ছেন। এখন যাঁরা পুজোর সঙ্গে যুক্ত, ২৯ বছর আগে তাঁরা ছিল শিশু। কেমন ছিল শৈশব? পড়াশোনার সঙ্গে তখন খেলাধূলা চলত, বন্ধুদের সঙ্গে চলত খুনসুটি, ঠাকুমা-দাদুর কাছে ঘুমপাড়ানি ছড়া শোনা হত। এখন মুঠোফোনে আসক্ত শিশু। মণ্ডপে নানা মডেল, বইয়ের র্যাকে বই ও নানা ছবির কোলাজ দিয়ে শৈশবের দিনগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মোবাইল নয়, ফিরে যাও সেদিনের শৈশবের দিনে, এটাই বার্তা থিমের।
মহিলা পরিচালিত পূর্বপাড়া নবোদয় সঙ্ঘের পুজো ৬০ বছরে পা দিয়েছে। এবার গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হয়েছে। দুর্গা এখানে একেবারে আটপৌরে একজন সধবা গৃহবধূ। তাঁর পরণে লালপেড়ে সাদা শাড়ি। হাতে আয়না, সিঁদুর, কড়ি। ঘরোয়া উপাদান দিয়ে মণ্ডপের চারপাশ সাজানো হয়েছে।
ঠাকুরপুকুর দাসপাড়ার তরুণ সমিতির পুজো ২৭ বছরে পদার্পণ করল। সাবেকিয়ানায় সেজে উঠেছে মণ্ডপ ও প্রতিমা। তাঁদের স্লোগান, ‘সব কলুষতার অবসান হোক নির্মল ধরিত্রীর’।