কলকাতা বিভাগে ফিরে যান

হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুজো মণ্ডপে তুলে ধরেছে ভবানী ঠাকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি

October 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্যকে পুজো মণ্ডপে তুলে ধরেছে বর্ধমানের ২৯ নম্বর ওয়ার্ডের ভবানী ঠাকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের থিম ‘ঐতিহ্য’। পুজো কমিটির তরফে প্রণবকুমার সেন বলেন, পুরানো অনেক ঐতিহ্যই হারিয়ে গিয়েছে। হাঁড়ি, কলসি বা মাটির তৈরির সামগ্রীর চল এখন আর নেই বললেই চলে। অথচ এক সময় এসব কিছুই অপরিহার্য ছিল।

আগে পুজো হলেই বাড়ির চারদিকে আলপনা দেওয়া হতো। বাড়ির মা বোনেরা যত্ন করে নিজের হাতে আলপনা আঁকতেন। এখন স্টিকারের আলপনা দেখা যায়। দুর্বা দিয়ে ধাগা বাঁধার প্রচলনও কমে গিয়েছে। এসব কিছুই মণ্ডপে গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এক ঝলক দেখলে মনে হবে কোনও গ্রামে এসে গিয়েছি। মণ্ডপে এলে প্রবীণদের পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাবে। আবার নতুন প্রজন্মও হারিয়ে যাওয়া ঐতিহ্য সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhowani thakur Sarbojanin Durgotsav

আরো দেখুন