পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কসবা-রাজডাঙ্গা চত্বরের ঠাকুর দেখবেন? এক নজরে দেখে নিন ক্লাবগুলো থিম

October 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘ ভারসাম্যের বার্তা দিচ্ছে। মানুষ ক্রমেই যান্ত্রিকতার কবলে চলে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে প্রযুক্তির পাশাপাশি বাঁচাতে হবে প্রকৃতিকেও, সেই বার্তাই দিচ্ছেন আয়োজকেরা। মা এখানে ত্রিশূলধারিনী নন। মা দুর্গা প্রকৃতি স্বরূপা। প্রকৃতি এবং প্রযুক্তি, দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে চলার মন্ত্রই তুলে ধরা হয়েছে রাজডাঙা নব উদয়ের পুজো মণ্ডপে। যন্ত্র মানুষের বুক চিরে বেরিয়ে আসছে এক শিশু। থিমশিল্পী মলয় ও শুভময়। মণ্ডপের একদিকে রয়েছে সভ্যতার উন্নয়ন, কলকারখানা। অন্যদিকে প্রকৃতি বাঁচানোর তাগিদ তুলে ধরা হয়েছে।

কসবার তালবাগান সর্বজনীনের পুজোর থিম ‘রক্তকরবী’। তালবাগানের মণ্ডপে মা দুর্গাও যেন সেই ‘নন্দিনী’ হয়ে আগলে রাখছেন মানবসভ্যতাকে। তাঁদের থিমশিল্পী শৌমিক ও পিয়ালি। পার্ক সার্কাস সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম ‘স্বর্গীয় বিবাহ’। পুজো প্রাঙ্গণে সপরিবারে মা দুর্গার মূর্তি, শিব-পার্বতীর সহাবস্থান।

TwitterFacebookWhatsAppEmailShare

#rajdanga, #durga Pujo, #durga puja, #kasba

আরো দেখুন