পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

শারদোৎসবে থিমযুদ্ধ পানিহাটিতে

October 8, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবার ৭৫ বছরে পড়েছে। তাদের থিম রাজসিক দৃষ্টি। রাজস্থানী ঘরানার রাজমহলের অপার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। রাজস্থানের পুতুল ও মীনাকারির কাজ দিয়ে সেজে উঠেছে সমগ্র মণ্ডপ। বিশাল রাজ দালানে থাকবে শান্তির পায়রা, জলাশয়ে ফুটে থাকবে আসল পদ্ম। শিষমহলও রয়েছে এই রাজ দরবারে।

মূল মণ্ডপে থাকবে বিশালাকার ঝাড়বাতি। মায়ের রাজকীয় রূপ। মুখ্যমন্ত্রী এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। পুজো কমিটির সম্পাদক তুহিন সিনহা বলেন, এই পুজো এলাকাবাসীর প্রাণের পুজো। একবছর ধরে পাঁচশো বাড়ি ও আবাসনের বাসিন্দারা মাসিক চাঁদা দিয়েছেন। আমাদের মণ্ডপ ও মায়ের রূপ দর্শনার্থীদের অভিভূত করবে।

২ নম্বর দেশবন্ধুনগর দ্বীপ প্রাঙ্গণ সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পা দিয়েছে। এবার তাদের থিম ‘খুলজা সিম সিম’। আলিবাবা চল্লিশ চোরের গল্পের অনুকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। বড় বড় মুখোশ, বর্ষা, মহিষের মুখোশের মতো নানান সামগ্রী দিয়ে সেজে উঠছে মণ্ডপ। পুজো কমিটির সম্পাদক সুকুমার দাস বলেন, পুজোয় বড়দের মতো কচিকাঁচারাও আনন্দে মেতে ওঠেন। সকলকে পুজোর আনন্দ দিতে আলিবাবা চল্লিশ চোরের গল্প অবলম্বনে আমরা খুলজা সিম সিম থিম ফুটিয়ে তুলেছি। আশা করছি, দর্শনার্থীরা আনন্দ পাবেন।

তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব এবার ৬৯বছরে পা দিয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। ওই মন্দিরের কারুকাজ হুবহু ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মা আসছেন সাবেকি সাজে। পুজো কমিটির মুখ্য সংগঠক শিবনারায়ণ রায় বলেন, বদ্রীনাথ ধাম যাওয়ার ইচ্ছে থাকলেও বহু মানুষের সামনে সেই সুযোগ আসেনি। আমরা তাঁদের সামনে ওই মন্দির তুলে ধরতে চেয়েছি।

আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ২৯ বছরে পা দিয়েছে। তাদের তৈরি ৮৫ ফুট উচ্চতার কম্বোডিয়ার বৌদ্ধমন্দির ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। বিশ্বশান্তির বার্তা দিতে মায়ের হাতে কোনও অস্ত্র থাকবে না। মায়ের দশ হাতে থাকবে পদ্ম। মা ও মহিষাসুর ধ্যানমগ্ন অবস্থায় থাকবে। পুজো কমিটির মুখ্য সংগঠক বিশ্বনাথ দে বলেন, যুদ্ধবিদ্ধস্ত পৃথিবীতে সমস্ত কিছুই অস্থির। শান্তির বার্তা দিতে আমরা বৌদ্ধ মন্দির তুলে ধরেছি।

সোদপুরের উদয়ন সংঘের পুজো এবার ৫৩বছরে পা দিয়েছে। গত ছ’বার থিমের মণ্ডপ করে চমক দিয়েছিল উদ্যোক্তারা। একাধিকবার বিশ্ববাংলা পুরস্কারও লাভ করেছিল। এবার তারা সাবেকি পুজো করছে। স্থায়ী শীততাপ নিয়ন্ত্রিত পুজো মণ্ডপে মা আসবেন ডাকের সাজে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Panihati, #Durga Puja 2024, #durga puja

আরো দেখুন