খেলা বিভাগে ফিরে যান

দশমীতে ‘টাইগার বধ’, সঞ্জু ঝড়ে T-20-তেও ‘হোয়াট ওয়াশ’ বাংলাদেশ

October 12, 2024 | < 1 min read

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ভারত। ছবি সৌজন্যে: BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা তৃতীয় তথা সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হার টাইগারদের, ১৩৩ রানে জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত, বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের টার্গেট দেয় সূর্য কুমাররা। ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত।

দুরন্ত সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন, ৪৭ বলে ১১১ রানের ইনিংসকে ঝড় বললে ভুল হয় না। এগারোটি বাউন্ডারি ও আটটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। একটি ওভারে পাঁচটি ছয় মারার নজির গড়েন এই ক্রিকেটার। ভারত অধিনায়ক ৭৫ ও হার্দিক ৪৭ রান করেন। তানজিম হাসান সাকিব তিনটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও হৃদয় ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। লিটন ৪২ রান করনে। তৌহীদ হৃদয় ৬৩ রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরেন। ভারতীয় বোলারদের মধ্যে রবি বিষ্ণই তিনটি ও মায়াঙ্ক যাদব দুটি উইকেট পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bangladesh, #T20 cricket, #India vs Bangladesh

আরো দেখুন