← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রবাসে দুগ্গাপুজো, মহানবমীতে দেখুন প্রবাসে মাতৃ আরাধনার ছবি ও ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মহানবমী। বাংলার দিকে দিকে চলছে মাতৃ আরাধনা। বাংলার সঙ্গে সঙ্গে গোটা দেশে ও গোটা পৃথিবীজুড়ে চলছে দশভূজার পুজো। বিশ্বের নানান প্রান্তে যেখানে যেখানে বাঙালিরা আছেন, তাঁরা সমবেত হয়ে পুজোর আয়োজন করেন। লন্ডন থেকে টরেন্টো, নেডারল্যান্ডস থেকে ফ্রান্স; প্রবাসে জমিয়ে চলছে পুজো। দৃষ্টিভঙ্গিতে দেখুন প্রবাসের পুজোর নানান ঝলক।
দেখুন সেরকমই কিছু প্রবাসী পুজোর ছবি ও ভিডিও: