নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিজয়া দশমী। নিমেষেই যেন কেটে গেল দুর্গাপুজো। আবার দীর্ঘ একটা বছরের অপেক্ষা। বিদায়ের সন্ধিক্ষণে আপামর বাঙালির মুখ ভারাক্রান্ত। কারণ বাংলার সংস্কৃতিতে দেবী রুপে দুর্গা পূজিত হলেও, সকলের কাছে তিনি কিন্তু ঘরের মেয়ে উমা। ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ হয়, তেমনি চলে যাওয়ার সময়েও কষ্ট হয়। তাই শিবের ঘরে দুর্গা ফেরার আগে অশ্রু সজল চোখে বাঙালিরা যেন একসুরে বলে ওঠে ‘আবার এসো মা’।
পুজোর শেষ লগ্নে ঘরে বসে দেখে নিন আজকের কিছু মুহূর্ত
শুরু হয়েছে গঙ্গাবক্ষে দুর্গা বিসর্জন। দেখুন শোভাবাজারের বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জনের ভিডিও