পুজো মিটতেই বঙ্গ থেকে বর্ষা বিদায়? জানুন আজকের আবহাওয়ার আপডেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সাত দিন রাজ্যের কোনও জেলায়ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই বঙ্গের কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতির সম্ভাবনা। সম্প্রতি বর্ষা বিদায়ের পূর্বে বঙ্গোপসাগরে সাধারণত বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দুই-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথাও হালকা, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আকাশ মূলত পরিষ্কারই থাকবে।