← দেশ বিভাগে ফিরে যান
নেপাল, বাংলাদেশেরও পিছনে! বিশ্ব ক্ষুধা সূচকে কোথায় নামল ভারত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪-এ ১২৭ দেশের মধ্যে ১০৫তম স্থানে ঠাঁই পেয়েছে ভারত। মোদী আমলে ধারাবাহিকভাবে ক্ষুধা সূচকে নামছে ভারত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালের মতো দেশের পেছন জায়গা পেয়েছে ভারত।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের স্কোর ২৭.৩। রিপোর্টে বলা হয়েছে ভারতের পরিস্থিতি যথেষ্ট উদ্বোগজনক। রিপোর্টে বলা হয়েছে ভারতের অন্যতম বড় সমস্যা হল চাইল্ড ম্যাল নিউট্রেশন। শিশু মৃত্যুর হারও বেশি। উল্লেখ্য, ২০২৪ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুসারে; ১২৭টি দেশের মধ্যে ৪২ দেশের ক্ষুধা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।