রাজ্য বিভাগে ফিরে যান

এবার সাইবার অপরাধীদের টার্গেট প্রবীণ ‘পেনশনভোগীরা’

October 14, 2024 | 2 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতারকেরা দিন দিন বদলাচ্ছে প্রতারণার ধরণ, এবার সাইবার অপরাধীদের টার্গেট পেনশনভোগীরা।
ক’দিন আগেই কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসর নেওয়া এক ব্যক্তির কাছে ফোন এসেছিল। বলা হয় পেনশনার্স অফিস থেকে বলছি। লাইফ সার্টিফিকেট এখনও জমা পড়েনি। ২৪ ঘণ্টার মধ্যে জমা করলে পেনশন বন্ধ হয়ে যাবে। বৃদ্ধ জানতে চেয়েছিলেন কী করতে হবে। জালিয়াতরা পেনশনের যাবতীয় নথি চান। তাঁদের কথায় বিশ্বাস করে সমস্ত কিছু দিয়ে বসেন তিনি। আধ ঘণ্টার মধ্যেই তাঁর ফোনে মেসেজ আসে ব্যাঙ্কে থাকা পেনশন অ্যাকাউন্টের সমস্ত টাকা উঠে গিয়েছে।

সাইবার অপরাধীরা, পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট অনলাইন আপডেট করার নাম করে তথ্য জেনে নিয়ে টাকা হাতাচ্ছে। তাদের পাল্লায় পড়ে গোটা দেশের কয়েকহাজার পেনশনভোগী মোটা টাকা খুইয়েছেন। বিপদ থেকে সতর্ক করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সাইবার অপরাধীরা পেনশনভোগীদের ফোন করে, তাঁদের পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও পেনশন অফিসে দেওয়া মোবাইল নম্বরের তথ্য হাতাচ্ছে। বলা হচ্ছে, অনলাইনে লাইফ সার্টিফিকেট আপডেট করা হবে। এরজন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পেয়ে থাকেন পেনশনভোগীরা। পাসওয়ার্ড যাওয়ামাত্র প্রতারকরা আবার ফোন করে সেটি চাইছে। তা দেওয়া মাত্র সাইবার জালিয়াতরা পেনশনভোগীর অ্যাকাউন্টে থেকে টাকা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করে ফেলছে। জালিয়াতরা ভুয়ো নথি দিয়ে খোলা অ্যাকাউন্টে টাকা নিয়ে আসছে। কয়েকটি অ্যাকাউন্ট ঘুরে সেই টাকা সাইবার অপরাধীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পৌঁচ্ছছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের পরামর্শ পেনশন অফিস থেকে ফোন করে লাইফ সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয় না। এর জন্য নিজস্ব পোর্টাল রয়েছে। সেখানে পেনশনভোগীরা নিজেরাই ঢুকে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নথি আপলোড করতে পারবেন। পেনশনভোগী যে জীবিত তার লাইভ ভিডিও দেখাতে হয় পোর্টাল থেকে। কোনও ব্যক্তিকে নথি হস্তান্তর না-করার অনুরোধ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CYBER CRIME, #Pensioners, #Cyberpunk, #Cyber Fraud

আরো দেখুন