বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগে অসঙ্গতি? পর্ষদকে প্যানেল জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল জমা দিতে পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০০৯ সালে। নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেনিয়ম রয়েছে বলে অভিযোগ ওঠে। প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে নিয়োগ প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
২০০৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৪ সালে পরীক্ষা নেওয়া হয়। ২০২১ সালে ফল প্রকাশ হয়। গত বছর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। প্রায় ৩০০ জন মামলাকারী চাকরিপ্রার্থীর বক্তব্য, নিয়োগ সঠিক পদ্ধতি মেনে হয়নি। অস্বচ্ছ প্যানেল প্রকাশ করা হয়েছে। বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, ২০০৯ সালের প্যানেল মিলিয়ে দেখলেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। পর্ষদকে আদালতে প্যানেল জমা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কী পদ্ধতি মানা হয়েছে, তা খতিয়ে দেখতে চায় হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর।