রাজ্য বিভাগে ফিরে যান

বন্দিদের আর্থিকভাবে আরও সাবলম্বি করতে উদ্যোগী হল কারা দপ্তর

October 14, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দিরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কারা দপ্তর। বন্দিদের হাতে তৈরি নানান ধরনের আচার ও মাশরুম বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের হাতে তৈরি বিভিন্ন ধরনের আচার ও মাশরুম ইতিমধ্যেই সফলতা পেয়েছে। তাই ওই সমস্ত সামগ্রী বিক্রি করে আর্থিকভাবে যাতে আরও বেশি মাত্রায় সফলতা আসে, সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেল আধিকারিকদের কথায়, বিভিন্ন ধরনের আচার ও মাশরুম বাজারজাত করা হলে তাতে যদি ভালোভাবে লাভের মুখ দেখা যায়, তাতে বন্দিরাই আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি তাঁরা এই কাজে উৎসাহ পেলে আরও বেশি মাত্রায় ঝাঁপিয়ে পড়বেন বলে তাঁদের আশা। বর্তমানে এই কাজে বেশি আগ্ৰহ দেখিয়েছেন মহিলা বন্দিরা। তাই তাঁদেরকে আরও বেশি মাত্রায় উৎসাহ দিতে উদ্যোগী হয়েছে কারাদপ্তর।

রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে হাতে-কলমে ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বন্দিদের। তারই ভিত্তিতে বন্দিরা ১২-১৪ রকমের আচার ও মাশরুম তৈরি করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে তা প্যাকেট ও বয়নজাত করে বিক্রিও করেছেন। কিছুটা সফলতা মেলায় তাঁরা এই কাজে উৎসাহও প্রকাশ করেছেন। শহরের এক জেল অফিসারের কথায়, বিভিন্ন সরকারি মেলায় কারাদপ্তরের উদ্যোগে যে স্টল দেওয়া হয়ে থাকে, তাতে বন্দিদের হাতে তৈরি অন্যান্য সামগ্রীর সাথে পরীক্ষামূলকভাবে আচার ও মাশরুম রাখা হয়েছিল বিক্রির জন্য। সরকারি কয়েকটি মেলায় তা বিক্রিও হয়। তাই বিভিন্ন সরকারি মেলার পাশাপাশি এবার এই সমস্ত সামগ্রী রাজ্যের বিভিন্ন জেলায় আরও বেশি করে যাতে দোকানজাত করা যায়, সেই বিষয়টি নিয়ে জোর কদমে নানা উদ্যোগ গ্রহণ করেছে কারা দপ্তর। শুধু তাই নয়, আগামী দিনে আরও বিভিন্ন ধরনের খাবার-দাবার তৈরির বিষয় রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয়, জেলা ও মহাকুমা জেলের বন্দিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করছে কারা দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#prisoners, #West Bengal Correctional, #financially self-reliant

আরো দেখুন