কলকাতা বিভাগে ফিরে যান

আজ রেড রোডে দুর্গা পুজোর কার্নিভ্যাল – জেনে নিন কোন রাস্তায় কোন বাস চলবে, যাতায়াত করবেন কীভাবে

October 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার পুজো কার্নিভ্যাল হতে চলেছে কলকাতার রেড রোডে। জানা যাচ্ছে, আজ কার্নিভ্যালে প্রায় ৯০টি পুজো অংশগ্রহণ করতে পারে। নবান্ন সূত্রে খবর, কার্নিভ্যালের জন্য ইতিমধ্যেই ২৮ হাজার আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে। এটি প্রতি বছরের মতো কলকাতার পুজো কার্নিভ্যালের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে চলেছে।

মূল মঞ্চ জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে, যাতে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।

এদিনের জন্য যাতায়াতের কী ব্যবস্থ্যা, জেনে নিন –

মঙ্গলবার হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে ছাড়া একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে।

  • ২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে।
  • ২টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে।
  • ২ টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।
  • ২ টো এস-৭ বাস হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে।
  • ১টি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত।
  • ২ টো এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে।
  • ২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে।
  • ২টো এস-১০ নম্বরের বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত।
  • ১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে।
  • ২টো এসি-৫২ বাস আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে চালু থাকবে ওই সময়ে।
  • ২টো এসি-৫ বাসএসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে চালানো হবে।
  • ১টা ই-৪ বাস এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত চালানো হবে।

অন্যান্য দিনের মতোই এদিন রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে।এছাড়াও, বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটি থেকে রাত অবধি বেশি সংখ্যায় ভেসেল চালানোর পরিকল্পনা আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#transport, #Carnival, #Durga Puja Carnival 2024

আরো দেখুন