রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গা পুজোয় ফুল বিক্রি হয়েছে ২৮ কোটি টাকার, যা সর্বকালীন রেকর্ড

October 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পুজোয় বন্যাসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষপর্যন্ত ফুলের বাজার চাঙ্গা ছিল। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতার ফুলবাজারে বিক্রি হয়েছে প্রায় ২৮ কোটি টাকার ফুল। এটা সর্বকালীন রেকর্ড। দুর্গাপুজোয় শুধুমাত্র পদ্মফুল বিক্রি হয়েছে প্রায় ১০ কোটি টাকার। গতবছর পদ্ম বিক্রির পরিমাণ ছিল প্রায় সাত কোটি টাকার।

ফুল বাজার সূত্রের খবর, গতবছরে পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিক্রি হয় প্রায় ২৬ কোটি টাকার ফুল। কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারের ফুলচাষি থেকে ফুল ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, এবার বন্যাসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষপর্যন্ত ফুলের বাজার চাঙ্গা ছিল। বন্যার কারণে বিভিন্ন জলাশয় ডুবে গিয়েছিল এবার। তাই বাংলার পুজোয় পদ্মের আকাল মেটাতে শেষপর্যন্ত ওড়িশা ও বেঙ্গলুরু থেকে পদ্ম আমদানি করতে হয়েছে।
এদিকে, সোমবার ফুল ব্যবসায়ীরা জানান, তাঁদের আশা ফুলবাজার কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত চাঙ্গাই থাকবে। বাজার তারপর ফের জেগে উঠবে কালীপুজোয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#flowers, #flower market, #durga puja, #Durga Puja 2024

আরো দেখুন