রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্মীপুজোর বাজারে করতে পকেট ফাঁকা বাঙালির

October 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাম বেড়েছিল দুর্গাপুজোর আগে থেকেই। লক্ষ্মীপুজোর আগে আনাজ, ফল, ফুল—সব কিছুই কার্যত অগ্নিমূল্য! কেউ কেউ এ-ও বলছেন, লক্ষ্মীপুজোর আগে কোনও বছরই বাজারে দাম কম থাকে না। কিন্তু এ বার যেন জিনিসপত্রে হাত দিলেই ছ্যাঁকা লাগছে!

বিভিন্ন বাজারে ফল, সব্জির দাম শুনে চমকে উঠছেন সাধারণ মানুষ। সোমবার যে কুঁড়িপদ্ম ২৫ টাকায় বিক্রি হচ্ছিল সেই একই কুঁড়িপদ্মের দাম মঙ্গলবারে বেড়ে হয়েছে ৪০ টাকা। আন্দাজ করা হচ্ছে বুধবার সকালে সেই দাম আরও বাড়বে। বাজারদর বলছে, সবথেকে বেড়েছে শাকসবজির দাম। লক্ষ্মীপুজোয় অনেকেই খিচুড়ি বানিয়ে থাকেন। তার প্রাথমিক উপকরণের দামই বেড়েছে অনেকটাই। সবজি কিনতে গেলেও পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এক কেজি টম্যাটোর দাম ১৪০ টাকা। আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। একই অবস্থা ফলের ক্ষেত্রেও। আপেলের দাম ১২০ টাকা।

মুসুম্বির দাম ৮০ টাকা কেজি, বেদানা প্রায় ২৫০ টাকা। কলা ১০ থেকে ১২ টাকা জোড়া, ন্যাসপাতির দাম প্রায় ১৩০ টাকা, শশার দাম গিয়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ৫০ টাকায়। শহরের পাশাপাশি, জেলার বাজারগুলিতেও একই অবস্থা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি বাজারে শাক সবজির জোগান কম থাকায় খুচরো জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে। তবে লক্ষ্মীপুজোর আগেও কোথাও কোথাও প্রতিমার থেকেও বেড়ে গিয়েছে বাজারদর যা অত্যন্ত চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bengalis, #Lakshmi Puja, #Lakshmi Puja 2024

আরো দেখুন