বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ১,১৯২টি পুজো কমিটিকে জরিমানা করল বিদ্যুৎ বণ্টন সংস্থা
October 15, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পুজোয় রাজ্যে ৫০,৫৫০টি পুজো কমিটিকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। সংখ্যাটি গতবছর ছিল ৪৭,২৭৫। এই সংযোগ দেওয়ার ফলে সিকিউরিটি ডিপোজিট বাবদ সংস্থাটির হাতে আসে ৮ কোটি ৮ লক্ষ টাকা।
পুজো কমিটিগুলি বৈধভাবে সংযোগ নিয়েছে কি না বা বিদ্যুৎ ব্যবহারে কোনও কারচুপি চলছে কি না, তা খতিয়ে দেখতে ৮,০৬৭টি পুজোমণ্ডপে হানা দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করায় এবার পুজোয় ১,১৯২টি পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই বাবদ তারা ১৮ লক্ষ ৩৩ হাজার টাকা আদায় করেছে।