রাজ্য বিভাগে ফিরে যান

এবারের পুজোর ভিড় ছাপিয়ে গেল বিগত বছরকে, কী বলছে রেলের তথ্য?

October 15, 2024 | < 1 min read

শহরের পুজো দেখতে আসার জন্য মানুষের ভরসা ট্রেন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শহরের পুজো দেখতে আসার জন্য মানুষের ভরসা ট্রেন। পুজোর কয়েকদিন প্রতি বছর ভিড় উপচে পড়ে লোকাল ট্রেনে। এবারও ব্যতিক্রম হয়নি। পুজোর কয়েকদিনে লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে চেপেছেন। এবারের ভিড়, গতবারের যাত্রী সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে বলছে রেল।

রেল জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর, তিন দিনে হাওড়া ডিভিশনে প্রায় ৬০ লক্ষ যাত্রী লোকাল ট্রেন চেপেছেন। গত বছর যাত্রী সংখ্যা ছিল ৫২ লক্ষ ৬১ হাজার। গতবারের চেয়ে এবার যাত্রী সংখ্যা ১৩.২১ শতাংশ বেড়েছে।

হাওড়া ডিভিশনের পাশাপাশি শিয়ালদা ডিভিশনেও পুজোর সময় স্টেশনগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে যাত্রী সংখ্যা ছিল ১ কোটির বেশি। গত বছর এই একই সময়ে যাত্রীর সংখ্যা ছিল ৯৫.৩৬ লক্ষ। এবছর যাত্রী সংখ্যা বেড়েছে ৫.১৬ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #Durga Puja 2024, #West Bengal, #durga Pujo, #local train

আরো দেখুন