কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর শহরে কতজন ট্রাফিক আইন ভঙ্গকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ?

October 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে, পুজোর আগেই বার্তা দিয়েছিলেন কলকাতার সিপি মনোজ ভার্মা। কিন্তু হেলমেট ছাড়াই রাস্তায় নেমেছিলেন হাজার হাজার বাইকচালক। জরিমানা বাবদ পকেট থেকে ৫০০ টাকা করে দিলেন সাত হাজার হেলমেটবিহীন চালক। তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত বাইকচালকদের কড়া হাতে দমন করল কলকাতা পুলিশ। ট্রাফিকবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ১৪,৩৩৯টি মামলা রুজু করা হয়েছে।

তৃতীয়ার সন্ধ্যা থেকে পুলিশের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই রাস্তায় দাপিয়ে বেড়ান বাইকচালকরা। ফাঁকা রাস্তা পেলেই বেপরোয়া গতিতে বাইক ছুটিয়েছে তারা। বেপরোয়া চালকদের রুখতে ২৬টি ট্রাফিক গার্ড এলাকায় সারপ্রাইজড নাকা চেকিং চালায় কলকাতা পুলিশ। ১৪ হাজারের বেশি মামলা রুজু করে তারা। ৪,৩৪৩ জন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। বিপজ্জনকভাবে বাইক চালানোর অভিযোগে পুলিশের খাতায় নাম উঠেছে ৯৬৮ জনের। মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য ৭৩৩ জনকে এক হাজার টাকা করে জরিমানার পাশাপাশি মামলাও করেছে পুলিশ। বিভিন্ন ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১,১৮৬ বাইকচালকের বিরুদ্ধে। অভব্য আচরণের অভিযোগে মোট ১,৩১৮ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে প্রায় ৩০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুজোর মধ্যে শহরে মোট ১৭টি দুর্ঘটনা ঘটেছে। পাঁচটি দুর্ঘটনায় ছ’জন মারা গিয়েছেন। ফাঁকা বাইপাসে বাইকের বেপরোয়া গতির জেরে আটটি দুর্ঘটনা ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #traffic violators, #Kolkata Police

আরো দেখুন