কোজাগরী লক্ষ্মীপুজো করবেন? জেনে নিন তিথিক্ষণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফিরে গিয়েছেন দুর্গা, এবার লক্ষ্মীপুজোর পালা। ১৬ অক্টোবর, বুধবার লক্ষ্মীপুজো। প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। এই তিথিতে মূলত রাত জেগে দেবী আরাধনার চল রয়েছে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড গতে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়ে পুজো করতে পারবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ।
কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’। কথিত আছে, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী নাকি বিশ্ব পরিক্রমায় বের হন। তিনি দেখেন, কে সারারাত জেগে আছেন। বলা হয়, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন ও পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। তাই রাত জেগে দেবী আরাধনা করার নিয়ম।