পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

ধনদেবীর আরাধনায় সেজে উঠছে হাওড়া জেলার ‘লক্ষ্মী গ্রাম’

October 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মা লক্ষ্মীর আরাধনায় সেজে উঠছে হাওড়া জেলার ‘লক্ষ্মী গ্রাম’ হিসেবে খ্যাত জয়পুরের খালনা। বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো, সর্বত্রই জোরকদমে চলছে প্রস্তুতি। পুজোর তোড়জোড় শুরু হয়েছে।

খালনার বারোয়ারি পুজোগুলোর মধ্যে অন্যতম হল খালনা ক্ষুদিরায়তলা কোহিনুর ক্লাব। এই পুজো এবার ১৫৮ বছরে পদার্পণ করবে। তারা সমুদ্রের তলদেশের আদলে তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। থাকছে হাঙর, ডলফিন, তিমি, কুমির, অক্টোপাস থেকে নানা সামুদ্রিক প্রাণীর মডেল। খালনা কৃষ্ণরায়তলার পুজো এবার ১২৪ বছরে পা দেবে। তাদের থিম ‘দাও ফিরে সে অরণ্য’। খালনা আনন্দময়ী তরুণ সঙ্ঘ এবার রাধাকৃষ্ণ কুটির তৈরি করছে। বুদ্ধ মূর্তির আদলে তৈরি করা হয়েছে লক্ষ্মী প্রতিমা। পল্লি সঙ্ঘ এবার কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে। খালনা হরিসভা আমরা সবাই ক্লাবের ভাবনা ইসকনের মন্দির। পশ্চিম খালনা চারুময়ী লক্ষ্মী মন্দিরের পুজো এবার ১৬০ বছরে পদার্পণ করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #Lakshmi Puja, #Lakshmi Puja 2024

আরো দেখুন