কলকাতা বিভাগে ফিরে যান

দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি! কী বলছে আবগারি দপ্তরের তথ্য?

October 16, 2024 | < 1 min read

দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। রাজ্যের আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী
অষ্টমী-নবমী অর্থাৎ শুক্রবার এবং বিজয় দশমী অর্থাৎ শনিবার রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে রাজ্যে। আবগারি দপ্তর সূত্রে খবর, বিগত সব দুর্গাপুজোর রেকর্ড এবার ভেঙে দিয়েছে এ বছরের মদ বিক্রির পরিমাণ। শুধু তাই নয়, এ বছরের দুর্গা পুজোয় রেকর্ড পরিমাণ বিয়ার বিক্রি হয়েছে।

পুজোর ক’দিন গোটা রাজ্যের সব মদের দোকান খোলা ছিল। গত বছর ২০২৩ সালে পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে রাজ্য সরকার প্রায় ৬২০ কোটি টাকা আয় করেছিল। নবমীতে মদ বিক্রি হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা। সপ্তমীতে মদ বিক্রি হয়েছিল ১৫০ কোটি টাকা। পূর্ব মেদিনীপুরে
পুজোর দিনগুলিতে মদ বিক্রির পরিমাণ ছিল ৩১ কোটি টাকার বেশি। কলকাতা উত্তরে নবমীর দিন গত বছর মদ বিক্রি হয়েছিল ২ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৭২০টাকার।বিধাননগর কমিশনারেটের আবগারি এলাকায় বিক্রি হয়েছিল ২ কোটি ৯৮ লক্ষ ১১হাজার ৪৪২টাকার মদ।

পুজোর সময় মদ্যপানের পরিমাণ বৃদ্ধির হার ছিল ৫%-৬%। ২০২৩ সালে দুর্গা পুজোয় পাঁচ দিনে গড়ে
মদ বিক্রি হয়েছিল প্রায় কোটি টাকার। এবার গত বছরের নজির ভেঙে দিয়ে এই পরিমাণ প্রায় আড়াই গুণের কাছে পৌঁছে গেছে বলে মনে করছে আবগারি দপ্তর। রাজ্যের সব জায়গা থেকে মদ বিক্রির তথ্য পাওয়ার পর আবগারি দপ্তরের আয়ের পরিমাণ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#liquor, #Durga pujo 2024, #West Bengal, #durga Pujo

আরো দেখুন