খেলা বিভাগে ফিরে যান

জামনগরের নতুন রাজা অজয় জাদেজা, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তকমাও জুড়ে গেল

October 17, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যাট হাতে বাইশগজে রাজার মতোই বিচরণ করতেন অজয় জাদেজা। ক্রিকেটের মাঠে তাঁর হাবভাবে ফুটে উঠত ডোন্ট কেয়ার মানসিকতা। সেটা অবশ্য স্বাভাবিকও। রাজ পরিবারের রক্ত যাঁর শরীরে, তাঁর চালচলন চোখ টেনে নেওয়াই স্বাভাবিক। তবে কেউ কখনও অনুমানও করতে পারেননি যে, একসময় যাথার্থই মহারাজার সিংহাসনে বসবেন অজয় জাদেজা।

ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। সেদিনের চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী ছিল এক ক্রিকেটারের রাজকীয় ইনিংসের। ২৫ বলে ৪৫ রানের ঝড় জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানের থেকে। সেদিনের আকাশ সেজেছিল ‘অকাল দশেরার’ আলোর রোশনাইয়ে। পেরিয়ে গিয়েছে প্রায় তিন দশক। জামনগর তখন দশেরা উৎসবে মেতে। এমনই দিনে রাজ্যাভিষেক ঘটল তাঁর। ক্রিকেটার নয়, মহারাজ অজয় জাদেজা। জামনগরের নতুন রাজা।

আর এই ঘোষণা মাত্র ক্রিকেট ঈশ্বর শচীন ও কিং কোহলিকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তকমা জুড়ে গেল জাদেজার সঙ্গে। বর্তমানে ১ হাজার ৪৫০ কোটির মালিক ‘জামসাহেব’ অজয়। এতদিন বিশ্বের ধনী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে ছিলেন শচীন তেন্ডুলকার। তাঁর সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪২৮ কোটি টাকা। পরের স্থানে ছিলেন বিরাট কোহলি। সম্পত্তির পরিমাণ হাজার কোটি। এবার সবাইকে পিছনে ফেলে শীর্ষে জাদেজা।

দেশের এই রাজ পরিবারের সঙ্গে বহুকাল ধরেই ক্রিকেটের নিবিড় যোগ। স্বাধীনতার আগে জামনগরের নওয়া নগরের শাসক ছিলেন জামসাহেবরা। রাজপুত শাসকদের বংশধর জাদেজা এবার সেই আসনে। তাঁর ঠাকুরদার কাকা রঞ্জিত সিং জাদেজা ও ভাই দলীপসিং জাদেজার নামে রয়েছে ক্রিকেটের দুই উল্লেখযোগ্য ট্রফি। তাঁরাও একসময় জামনগরে রাজ করেছেন। এবার পূর্বপুরুষের জুতোয় পা গলালেন অজয়। কাকা শত্রুসল্য সিং দিগ্বিজয় সিংজি জাদেজার জায়গায় বসলেন তিনি। কাকার কোনও সন্তান নেই। অজয়ের বাবা দৌলত সিং জাদেজার কাছে সুযোগ ছিল। কিন্তু পরিবার সূত্রে পাওয়া রাজত্বের ক্ষমতা ভোগ করার বদলে তিনি বেছে নিয়েছিলেন সক্রিয় রাজনীতিকে। জামনগরের সাংসদ হিসেবেও নির্বাচিত হন। অগত্যা কাকাই পরবর্তী রাজা হিসেবে ভাইপো অজয়ের নাম ঘোষণা করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#gujarat, #dussehra, #Former cricketer, #Ajay Jadeja, #Jamnagar, #Jamnagar Palace

আরো দেখুন