ফোর্বসের সেরাদের তালিকায় ‘বং গাই’ কিরণ দত্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউটিউবার কিরণ দত্ত-র মুকুটে নতুন পালক। মানুষের কাছে তিনি পরিচিত ‘বং গাই’ নামেই। ফোর্বসের তালিকায় সেরা ১০-এ রইলেন এই বাঙালি। বাংলার ডিজিট্যাল স্টারের এই বিশ্বজয়ে গর্বিত সবাই। এই মুহূর্তে কিরণের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি।
ফোর্বস ইন্ডিয়ার স্ক্রিনশট শেয়ার করে কিরণ লেখেন, ‘ফোর্বসে নিজের ছবি দেখতে পাব সেটাই কোনদিন ভাবিনি তাও দেশের টপ ১০০ ডিজিটাল স্টারের লিস্টে র্যাংক দশে,এতো ভাবনার একেবারেই বাইরে।’
এমন দিনে নিজের এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে কিরণের। তা জানিয়েই তিনি লেখেন, ‘আজ এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে আমায় বলেছিল এসব করে জীবনে আমি কিসসু করতে পারব না। বাবা-মা আশাহত হবে একদিন। আমি এতই উইয়ার্ড ছিলাম বাড়ি এসে হাজার বার খাতায় লিখেছিলাম ‘আমি পারব’ আর কেঁদেছিলাম (কারণ মেয়েদের সামনে অপমান করেছিল)। জানি না আজ কেন মনে পড়ল, তবে ভেতরের বাচ্চাটা জোরে জোরে চিৎকার করে বলছে ‘পারলাম তো?’