পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

তারা মায়ের আবির্ভাব তিথি ও কোজাগরি লক্ষ্মীপুজো উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল

October 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মা তারার আবির্ভাব তিথি এবং কোজাগরি লক্ষ্মীপুজো উপলক্ষে বীরভূমের তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল। সকাল থেকেই ছিল মন্দিরে ভক্তদের লম্বা লাইন। চতুর্দশীতে তারা মায়ের আর্বিভাব তিথি। এদিন তারা মা সারাদিন গর্ভগৃহের বাইরে বিশ্রাম মন্দিরে ভক্তদের সঙ্গে সময় কাটান। তাই বুধবার সকাল থেকে তারাপীঠে বিপুল ভক্ত সমাগম। তারা মায়ের আর্বিভাব তিথি একইসঙ্গে কোজাগরী লক্ষ্মীপুজো। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দির চত্বরে। বিজয়া শেষে গত দুদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সিদ্ধপীঠে তারাপীঠে এসে যাত্রা শুরু করেন। সঙ্গে পুজোর ছুটি কাটাতে অনেকেই এসে উপস্থিত হয়েছেন তারাপীঠে। অনেকে তিথি মেনে আবির্ভাব দিবসে হাজির মায়ের কাছে।

সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো করা হবে। বিশেষ দিনটির ঐতিহ্য অনুযায়ী আজ দেবীর কোন অন্নভোগ হয় না, ফলে তারাপীঠের পুরোহিতরা এই দিন অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন। পাল রাজত্বকালে জয় দত্ত সদাগর মায়ের শিলামূর্তি উদ্ধার করে প্রথম পুজো শুরু করে বলে জানা যায়। সেই থেকে এই তিথি তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালিত হচ্ছে। এদিন তারাকে তার ছোট বোন মৌলিক্ষা দেবীর মন্দিরের দিকে মুখ করে বসানো হয়। দিনভর রাজকীয় বেশে মাকে সাজিয়ে পুজো চলবে। সন্ধ্যায় পুনরায় স্নান করিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lakshmi Puja 2024, #tarapith temple, #Lakshmi Puja

আরো দেখুন