পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছাড়া আজও অসম্পূর্ণ বাঙালির কোজাগরী লক্ষ্মীপুজো

October 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে। আমার এ ঘরে থাকো আলো করে।’ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে বাঙালির মুখে মুখে ঘোরে এই গান। গানটি শুরু হবে, ‘শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমার এ ঘরে থাকো আলো করে।’

বাংলার গৃহবধূ থেকে জনপ্রিয় গায়িকারাও এই গান গুনগুন করেন। এই গান আজ বাণীতে পরিণত হয়েছে। অনেকেই মনে করেন এই গান সন্ধ্যা রেকর্ড করেছিলেন কোনও পুজোর অ্যালবামে। আদতে এটি চলচ্চিত্রের গান। বাংলা ছবি ‘দাবি’ মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। পরিচালক ছিলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। সেই ছবিতে ‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে’ গানটি ছিল। সুরকার ছিলেন হেমন্তের ছোট ভাই অমল মুখোপাধ্যায়। গানটি লিখেছিলেন, মিল্টু ঘোষ।

কোজাগরী পূর্ণিমার সন্ধ্যায় আজও বাঙালিকে বেঁধে রেখেছে এই গান। বাঙালি বাড়িতে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোর সময়, নাড়ু পাকাতে পাকাতে কেউ কেউ গাইতে থাকেন এসো মা লক্ষ্মী বসো ঘরে। কেউ প্রদীপ ধরাতে ধরাতে গুনগুন করেন এই সুর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lakshmi Pujo, #Lakshmi Puja, #Eso ma Lakshmi, #Song, #Sandhya Mukhopadhay

আরো দেখুন