কলকাতা বিভাগে ফিরে যান

আন্দোলনের জেরে সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে না রোগী? নার্সিং হোমে টাকা খুইয়ে দিশেহারা মানুষ

October 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের নানান প্রান্ত থেকে রোগী আসছেন এসএসকেএম হাসপাতালে। এমনকী বিহার থেকেও এসেছেন রোগী। অনেকেই এতদিন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সেখানেই ফুরিয়েছে টাকা। অগত্যা রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার আশায় ছুটে এসেছেন তাঁরা। এখানে এসেও রোগী ভর্তি করাতে পারছেন না তাঁরা। জরুরি বিভাগের আশপাশে ঘোরাফেরা করছেন রোগীর পরিবার। স্ট্রেচারে শুয়ে আছেন রোগী। তাঁর পাশে দাঁড়িয়ে আত্মীয়রা। আর্তি একটাই বেড কি মিলবে!

বুধবার মা শেফালী মণ্ডলকে নিয়ে পিজি হাসপাতালে এসেছিলেন তনয় মণ্ডল, তাঁর মায়ের কিডনির সমস্যা। জরুরি বিভাগের সামনে মাকে ট্রলিতে শুইয়ে রেখে দিশাহারা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি বলছিলেন, প্রথমে জরুরি বিভাগে এসেছিলেন। সেখান থেকে ওপিডিতে পাঠাল। তারপর আবার জরুরি বিভাগে আসতে বলল। এখন আবার বলছে শম্ভুনাথ পণ্ডিতে নিয়ে যেতে। এখানে বেড নেই। তনয় জানালেন, এতদিন বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন তাঁর মা। কিন্তু সব টাকা শেষ হয়ে গিয়েছে। চাষবাস ছাড়া তাঁদের উপার্জনের অন্য কোনও উৎস নেই। বাধ্য হয়ে সরকারি হাসপাতালেই আসতে হয়েছে। তনয় বলছিলেন, “আমাদের মতো গরিব মানুষ যেভাবে চিকিৎসা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, সেটাও দেখা দরকার।”

একাধিক রোগী পরিবারের বক্তব্য, ভর্তি করানোই যাচ্ছে না। অনেক চেষ্টা করছি ভর্তির জন্য। কিছুতেই কিছু হচ্ছে না। সবই বুঝতে পারছি। কাউকে কিছু বলার নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #SSKM, #treatment, #patient, #Family

আরো দেখুন