চরম দারিদ্র্যে দিন গুজরান প্রায় ১৩ কোটি ভারতীয়! বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বিস্ফোরক দাবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বব্যাঙ্কের রিপোর্টে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। চরম দারিদ্র্যে দিন কাটছে প্রায় ১২ কোটি ৯০ লক্ষ দেশবাসীর। তাঁদের গড় দৈনিক রোজগার মাত্র ১৮১ টাকার মতো। প্রায় ১৩ কোটি ভারতবাসী দু-বেলার খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। বিশ্ব ক্ষুধা সূচকের পর বিশ্বব্যাঙ্কের রিপোর্ট প্রমাণ করল ভয়াবহ পরিস্থিতি চলছে দেশে।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ভারতের পক্ষে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যমাত্র অর্জন অসম্ভব। ভারতের অবস্থা কতটা করুণ, রিপোর্টে তার বিশ্লেষণ রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ভারতে গরিব মানুষের সংখ্যাও বাড়ছে। বিশ্বব্যাঙ্ক বলছে, সামগ্রিকভাবে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষের সংখ্যা ঊর্ধ্বমুখী।
‘পভার্টি, প্রসপারিটি অ্যানডি প্ল্যানেট: পাথওয়েস আউট অব দ্য পলিক্রাইসিস’ শীর্ষক বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, চরম দারিদ্রের মধ্যে দিন কাটানো মানুষের ভিড় বাড়ছে আফ্রিকার দেশগুলিতে। ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র থেকে মুক্তি পাওয়া কোনওভাবেই সম্ভব নয়। ২০২০ থেকে ২০৩০— এই এক দশকে বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা এককথায় থমকে গিয়েছে। চরম দারিদ্র থেকে মুক্তি পেতে আরও বেশ কয়েক দশক লেগে যাবে। দৈনিক ৬.৮৫ ডলারের মাপকাঠি মেনে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষকে মুক্তি দিতে এক শতাব্দীরও বেশি সময় লাগবে বলে মত ওয়ার্ল্ড ব্যাংকের।