কৃষ্ণনগর কাণ্ডে ধৃত যুবক আর জি কর আন্দোলনে অংশ নিত
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর সেই ঘটনার রেশ এখনও অব্যাহত। তার মধ্যেই কৃষ্ণনগরে এক যুবতীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ওই যুবতীর প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, মেয়েটির পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার মা সিবিআই তদন্তের দাবি তুলেছেন। আর এই অভিযুক্ত প্রেমিক জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিত বলে আজ তৃণমূল কংগ্রেস হাটে হাঁড়ি ভেঙে দিল।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের দাবি, ‘রাহুল একা নয়, রাহুলের মত হাজার হাজার ধর্ষক উই ওয়ান্ট জাস্টিস দাবিতে চিৎকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ঘুরে বেড়াচ্ছে সব প্রতিবাদ মিছিলে, প্রতিবাদীর মুখোশের আড়ালে।’
ফেসবুক পোস্টে তৃণমূল নেতা নীলাঞ্জন দাস অভিযুক্ত রাহুল বসুর পুরনো কিছু পোস্ট এদিন ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘শুধু তাই নয়, লাগাতার সে মুখ্যমন্ত্রীর পদত্যাগ/ মৃত্যু কামনা করেছে, মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর ভিডিও শেয়ার করেছে ও কুরুচিকর মন্তব্য করেছে।’