রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর ইস্যু নিয়ে বাম–বিজেপিকে তীব্র আক্রমণ করলেন শশী পাঁজা

October 19, 2024 | < 1 min read

আরজি কর ইস্যু নিয়ে বাম–বিজেপিকে তীব্র আক্রমণ করলেন শশী পাঁজা। ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজয়া সম্মিলনী থেকে আরজি কর হাসপাতালের ইস্যু নিয়ে বাম–বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার বেহালায় পরপর দু’টি বিজয়া সম্মিলনীতে দলের বুথস্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন শশী। একই সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যে সরকার বিরোধী প্রচার শুরু করেছে, তা-ও খণ্ডন করেছেন রাজ্যের এই মন্ত্রী।

এখন সিবিআই গ্রেপ্তার করে জেরা করেছে তৎকালিন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই বলে সূত্রের খবর। তদন্ত এগিয়ে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারও কাজ করে চলেছে। এই অচলাবস্থা কাটাতে নানা উদ্যোগ নিয়েছে। সেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কাজে লাগিয়ে বাম–বিজেপি নেতৃত্ব নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছেন বলে অভিযোগ করেছেন শশী পাঁজা।

তিনি বলেন, ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাঁদের আন্দোলন। এই আন্দোলন থেকে বিজেপি–সিপিএম সরে দাঁড়াক। এরা আন্দোলনের মুখ ঘুরিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে। এই রেপ–পলিটিক্সকে আমরা ধিক্কার জানাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Cpim, #junior doctors, #Hunger strike, #RG Kar Medical College and Hospital

আরো দেখুন