খেলা বিভাগে ফিরে যান

ঘরের মাঠে হার, World Test Championship-র অঙ্ক কি কঠিন হয়ে গেল রোহিতদের জন্য?

October 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে প্রথমেই ধাক্কা খেল ভারত। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। ফাইনাল খেলতে গেলে আসন্ন টেস্ট ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য।

নিউজিল্যান্ডের কাছে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষেই রইল ভারত। ১২ ম্যাচে ৮টি জিতে, ভারত ৯৮ পয়েন্ট ও ৭৪.২৪ PCT নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

চলতি সিরিজে আরও দুটো ম্যাচ রয়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে খেলা হবে ৫টি টেস্ট। ফাইনালের আগে বাকি রইল সাতটা টেস্টে। সাতটার মধ্যে পাঁচটা জিততেই হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও দুটি টেস্ট খেলবেন কোহলিরা। সে দুটো জয় পেলেও অজিদের দেশে গিয়ে অন্তত তিনটি টেস্ট জিততে হবে। তবে ফাইনাল খেলার সুযোগ মিলবে। এর আগে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারালেও এবার কী করবে টিম ইন্ডিয়া?

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #world test championship, #Indian Cricket Team

আরো দেখুন