দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ফরাসডাঙায় শুরু জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়, কোন কোন থিমে সাজছে মণ্ডপ?

October 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলোর শহর চন্দননগরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। আলোয় সেজে উঠবে একদা ফরাসডাঙা বলে পরিচিত চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার কলকাতার নামকরা মণ্ডপ ও থিমগুলোর দেখা মিলবে। সুরুচি সংঘ থেকে শুরু করে মুদিয়ালি ক্লাব, উত্তর কলকাতার কাশী বোস লেন-সহ কলকাতার একাধিক বিখ্যাত দুর্গাপুজোর মণ্ডপ যাচ্ছে গঙ্গা তীরের জনপদে।

এ বছর জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে আগামী ৭ নভেম্বর, সে’দিন ষষ্ঠী। জগদ্ধাত্রী পুজোর সপ্তমী তিথি পড়েছে আগামী ৮ নভেম্বর। অষ্টমী ৯ নভেম্বর। আগামী ১০ নভেম্বর জগদ্ধাত্রী পুজোর নবমী। দশমী ১১ নভেম্বর।

সুরুচি সংঘের মণ্ডপ তৈরি হচ্ছে চন্দননগরের নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজোয়। কাশী বোস লেনের দুর্গাপুজোর মণ্ডপের আদলে তৈরি হচ্ছে চন্দননগরের সন্তান সংঘের জগদ্ধাত্রী মণ্ডপ।
কলকাতার ত্রিধারার অকালবোধনের থিমে তৈরি হচ্ছে চন্দননগরের হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। চন্দননগরের বড়বাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় কলকাতার এন্টালির ১৪ পল্লি উদয়ন সংঘের থিম পরম্পরা-র দেখা মিলবে। কলকাতার মুদিয়ালি ক্লাবের ‘ত্রিমূর্তি’ থিম হচ্ছে মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয়। চন্দননগরের খলিসানি সর্বজনীনের পুজোয় দেখা যাবে হাজরা পার্কের থিম।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন