বিবিধ বিভাগে ফিরে যান

অতুলপ্রসাদ সেনের গান ব্যবহার করা হয়েছিল ‘চারমূর্তি’ ছবিতে, শুনুন সেই গান

October 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের মাটিতে দরিদ্র-অসহায় মানুষের সেবায় দানধ্যান ছিল তাঁর জীবনব্রত। সেই কথা উঠে এসেছিল তাঁর গানে— ‘সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে’। তিনি হলেন অসামান্য সংগীত সাধক, বাংলা ভাষাপ্রেমী অতুলপ্রসাদ সেন। এ বছরের ২০ অক্টোবর অতুলপ্রসাদের জন্মের ১৫৩ বছর পূর্ণ হলো।

  অতুলপ্রসাদ সেনের গান ব্যবহার করা হয়েছিল চার মূর্তি ছবিতেও, শুনে নিন সেই গান

১৮৬১-১৮৭১ সাল, বাংলায় জন্মেছিলেন চার কিংবদন্তি সুরসাধক— রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদ সেন। অতুলপ্রসাদ সেন তাঁর জীবনের তেষট্টি বছরে সর্বসাকুল্যে লিখেছেন ২০৮টি গান। তাঁর লেখা প্রথম গানটি ছিল ‘তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া’। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Charmurti, #Bengali Movie Song, #Atulprasad Sen

আরো দেখুন