দেশ বিভাগে ফিরে যান

একাধিক পণ্যের উপর GST-তে রদবদল, কোনগুলো হতে পারে মহার্ঘ্য?

October 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিরোধিতার জেরে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটিতে ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। প্রবীণদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে পুরোপুরি জিএসটি ছাড় মিলতে চলেছে। জীবন বিমার টার্ম পলিসি থেকেও উঠে যাচ্ছে জিএসটি। লোকসান পূরণ করতে একাধিক পণ্যের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে জিএসটি কাউন্সিল।

জানা যাচ্ছে, শনিবার জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে একাধিক পণ্যে জিএসটির হার বদলের সিদ্ধান্ত হয়েছে। মূলত বিলাসবহুল পণ্যের উপর জিএসটি বাড়ানো হচ্ছে। ২৫ হাজারের বেশি মূল্যের হাতঘড়ির উপর করের পরিমাণ বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ২৫ হাজার টাকার বেশি মূল্যের ঘড়িতে ১৮ শতাংশ কর নেওয়া হয়। ১৫ হাজার টাকার বেশি দামি জুতোতেও জিএসটি বাড়ানো হবে। সেক্ষেত্রেও জিএসটি ১৮ থেকে ২৮ শতাংশ হতে চলেছে।

একাধিক নিত্যপ্রয়জনীয় পণ্যে জিএসটি কমানোরও প্রস্তাব দিয়েছে জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রী পরিষদ। ২০ লিটার জলের জারের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ১০ হাজার টাকার কম দামি বাই সাইকেলের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।

জীবন বিমার উপর জিএসটিতে ছাড় দেওয়ায় কোষাগারে চাপ পড়তে পারে। যার জেরে রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়তে পারে। ঘাটতি মেটাতেই বিলাসবহুল জুতো ও ঘড়িতে কর বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Economy, #GST, #GST Council, #Goods and services

আরো দেখুন