রাজ্য বিভাগে ফিরে যান

সিতাই বিধানসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে

October 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। সিতাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়, মাদারিহাটের প্রার্থী রাহুল লোহার, নৈহাটি থেকে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন।

এরপরই দলেরই একটা বড় অংশের মধ্যে প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। সিতাই বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী হিসেবে দীপককুমার রায়ের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। তারপর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরের ঘরে-বাইরে। যদিও প্রকাশ্যে কেউ দলের প্রার্থী নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি।

পেশায় শিক্ষক দীপকবাবু সিতাইয়ের বাসিন্দা। এরআগে দু’বার সিতাই বিধানসভায় এবং একবার কোচবিহার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনও ভোটেই জিততে পারেননি তিনি। ২০১১ সালে প্রথমবার ফরওয়ার্ড ব্লকের হয়ে বিধানসভা ভোটে প্রার্থী হন। সেবার কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। ২০১৪ সালে লোকসভা ভোটে ফব’র প্রার্থী হন তিনি। তৃণমূলের রেণুকা সিংহের কাছে পরাজিত হতে হয় তাঁকে। সেবারই বাম প্রার্থী দীপককুমার রায়কে হারিয়ে প্রথমবারের মতো কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে আসে।

এরপর ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১ সালে বিধানসভা ভোটে সিতাইতে বিজেপি তাঁকে প্রার্থী করে। কিন্তু সেই ভোটে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হন। জগদীশচন্দ্র সাংসদ হওয়ায় তাঁর ছেড়ে আসা আসনে উপ নির্বাচনে দীপককুমার রায়কেই ফের আরও একবার প্রার্থী করল গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bypolls, #candidate, #Sitai Assembly

আরো দেখুন