রাজ্য বিভাগে ফিরে যান

স্বামীকেই রাজনৈতিক গুরু মানেন সঙ্গীতা

October 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বামী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার দেখানো পথেই রাজনীতিতে এগিয়ে চলছেন সঙ্গীতা রায়। স্বামীকেই রাজনৈতিক গুরু মানেন। মঞ্চে বক্তব্য দেওয়া স্বামীর কাছ থেকেই শিখেছেন। সিতাইয়ের প্রার্থী ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা রায়। বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। নেত্রী হিসেবে জেলায় এখন পরিচিত মুখ সঙ্গীতা।

২০১৩ সালে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হন জগদীশ। সেই সময় আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সঙ্গীতা রায়। ২০১৬ সালে সিতাইয়ের বিধায়ক হন জগদীশবাবু। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে স্বামীর ছেড়ে যাওয়া সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হন সঙ্গীতা। এখনও তিনি ওই পদেই। ২০২৪ সালে এমপি হওয়ার পরে সিতাইয়ের বিধায়ক থেকে ইস্তফা দিয়েছেন জগদীশচন্দ্র। রবিবার সেই ফাঁকা আসনের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্ত্রী সঙ্গীতা রায়কে।

তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন, মুখ্যমন্ত্রী আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। তারজন্য ওঁর কাছে কৃতজ্ঞ। মানুষের আশীর্বাদ পেলে বিপুল ভোটে জয়ী হব। বিজেপি প্রার্থী ইতিমধ্যেই তিনবার ভোটে হেরেছেন। এবারও হারবেন। স্বামীর কাছেই রাজনীতির শিক্ষা। গ্রামসভায় ভাষণ কেমন করে দিতে হয় স্বামীই শিখিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Jagadish Chandra basunia, #Sangeeta, #political guru

আরো দেখুন