রাজ্য বিভাগে ফিরে যান

ওপার বাংলায় আটক বঙ্গের ৮৪ মৎস্যজীবী, উদ্বিগ্ন মমতার বার্তা ইউনুস সরকারকে

October 23, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: Taaza TV

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার ৮৪ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ। এই প্রেক্ষিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়শি দেশকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, দুটো ট্রলার বাংলাদেশের দিকে চলে গিয়েছিল। তাতে ৩৬ জন ছিলেন। তাঁদের জেলে রাখা হয়েছে। মমতা বলেন, “তাঁরা জেনে গিয়েছেন, নাকি না-জেনে গিয়েছেন, সেটা জানি না। এত কিছু জানার পরেও আবার তিনটে ট্রলার গিয়েছে।” সেই ট্রলারে ৪৮ জন ছিলেন। তাঁরা জেলে আছেন। রাজ্যের মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সাহায্য পাবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কয়েক দিন আগে বাংলাদেশের ট্রলার বাংলায় ডুবে গিয়েছিল। ট্রলারের সমস্ত মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। মমতা জানান, “তাঁদের কাছে নথিপত্রও ছিল না। আমাদের যাঁরা গিয়েছেন তাঁদের‌ আধার কার্ড রয়েছে।”

বাংলাদেশ নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে। এক‌ই ভাষায় কথা বলি। রাজনীতিতে কখনও কখনও চেহারা বদলায়। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে তাহলে সবার‌ই ভালো।” প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। শেখ হাসিনার বদলে আপাতত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Bangladesh, #fishermen, #cyclone dana, #md younus

আরো দেখুন