গোরুমারায় কার সাফারিতে দেখা মিলছে চিতা, হাতি, গন্ডারের, খুশি পর্যটকেরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবারের পর সোমবার সাফারিতে দেখা মিলল চিতাবাঘ! বেশ কয়েকদিন ধরেই জঙ্গল সাফারিতে হাতি ও গন্ডারের দেখা মিলছে গোরুমারায়। হরিণ, বাইসন তো আছেই। সোমবার পাইথনেরও দেখা পেয়েছেন পর্যটকরা। পর্যটকরা খুবই খুশি। গোরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। নেওড়া জঙ্গল ক্যাম্পে পর্যটকদের ঢল নেমেছে। জানা গিয়েছে, জঙ্গল এবং ওয়াচ টাওয়ার মিলিয়ে গোরুমারায় প্রতিদিন প্রায় এক হাজার পর্যটক কার সাফারি করছেন।
গোরুমারায় চারটি হাতির পিঠে সাফারি চলছে। বুকিংয়ের চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
বন্য প্রাণীর দেখা মেলায় পর্যটকেরা বলছেন একেবারে পয়সা উশুল। গাইডরা জানিয়েছেন, সম্প্রতি বেশ ভালোই বন্যপ্রাণী দেখা যাচ্ছে। দিনের যেকোনও সময়ের সাফারিতে পর্যটকরা চিতল হরিণের দেখা পাচ্ছেন। ময়ূর তো আছেই। বনদপ্তর সূত্রে খবর, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে কার সাফারিতে প্রতি ট্রিপে ৩৬টি করে টিকিট দেওয়া হচ্ছে। চারটি করে ট্রিপ চলছে দিনে। সন্ধ্যার ট্রিপে বাড়তি পাওনা হিসেবে থাকছে হর্নবিল বনবাংলো চত্বরে আদিবাসীদের নৃত্যানুষ্ঠান। মেদলা ওয়াচ টাওয়ারে প্রতি ট্রিপে ৪২টি করে টিকিট দেওয়া হচ্ছে। এখানেও দিনে চারটি করে ট্রিপ চলছে। চাপড়ামারিতে প্রতি ট্রিপে দেওয়া হচ্ছে ২৪টি টিকিট। তবে চুকচুকি ওয়াচ টাওয়ারে উঠতে দেওয়া হচ্ছে না।