‘ডানা’ মোকাবিলায় নবান্নে বসে সারা রাত নজরদারি মুখ্যমন্ত্রীর, সঙ্গে মুখ্যসচিব
October 24, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’ক্রমেই স্থলভাগের দিকে এগোচ্ছে। আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ‘ল্যান্ডফল’। ফলে তার প্রভাব পড়বে বাংলার উপকূলীয় এলাকাতেও। বিপদ এড়াতে ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন। নবান্নে বসে সারারাত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ অন্যান্যরা।
এদিন রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগের মোকাবিলায় প্রশাসনের কর্তারা জেলায় জেলায় রয়েছেন। ২৪ ঘণ্টার জন্য নবান্নে হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬ চালু করা হয়েছে। যেকোনও ধরনের সমস্যায় যে কেউ ফোন করতে পারেন। তবে সিরিয়াস এই বিষয়ে কেউ যেন গুজব না ছড়ান, সেই সতর্কও করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।