নিষিদ্ধ শব্দবাজি, অসময়ে মাইক বাজানোর কুফল নিয়ে সতর্ক করতে কালী পুজোয় ডিসপ্লে বোর্ড বসাচ্ছে কলকাতা পুলিশ
October 24, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কালীপুজোর দিনগুলিতে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সাধারণ মানুষকে নিষিদ্ধ শব্দবাজি, অসময়ে মাইক বাজানোর কুফল নিয়ে সচেতন করতে বার্তা দেবে কলকাতা পুলিশ। কলকাতা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কালীপুজোর সময় এই ডিসপ্লে বোর্ডগুলি বসানো হবে। ইতিমধ্যেই এলইডি ডিসপ্লে বোর্ড ভাড়া করতে শুরু করেছে কলকাতা পুলিস। সাতদিনের জন্য এই ডিসপ্লে বোর্ডগুলি ভাড়া নেওয়া হচ্ছে।