← রাজ্য বিভাগে ফিরে যান
CycloneDana: সারা রাজ্যে চলছে প্রবল বর্ষণ, বন্ধ ফেরি পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ডানা’র প্রভাব সাগরে। ভোর থেকে বৃষ্টি গোসাবায়, বন্ধ ফেরি পরিষেবা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলবে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা।
গোটা রাজ্যে কাল মাঝরাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। দিঘার সৈকতে বেড়েছে জলস্তর। গার্ডওয়াল ছাপিয়ে জল উঠে আসছে রাস্তায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও।