পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

এই বছর জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু? কবেই বা পড়েছে নবমী? জেনে নিন

October 25, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই মাসের শেষেই শ্যামার আগমন। এই উৎসব মিটতে না মিটতেই আসবেন দেবী জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পুজো ঘিরেও উৎসবের রেশ কম থাকে না! নদিয়ার কৃষ্ণনগর, হুগলির চন্দননগর সহ রাজ্যের বহু জায়গায় পালিত হয় জগদ্ধাত্রী পুজো। ২০২৪ সালের জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু? কবেই বা পড়েছে নবমী? জেনে নিন।

জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ মাহাত্ম্য থাকে নবমীর পুজোর। নবমীর দিনে জগদ্ধাত্রী দেবীর মূল পুজো করা হয়। বিভিন্ন জায়গায় এই পুজোর আলাদা আলাদা আচার রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে। কথিত রয়েছে, একদা অসুর হাতির রূপ ধারণ করে। তখন সেই হস্তিরূপের অসুর বধ করেন চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী।

এ বছর জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। সপ্তমী তিথি পড়ছে ৮ নভেম্বর, শুক্রবার। অষ্টমী তিথি পড়ছে ৯ নভেম্বর শনিবার, নবমী তিথি পড়ছে ১০ নভেম্বর, রবিবার। দশমীর তিথি রয়েছে ১১ নভেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagaddhatri, #Maa jagaddhatri, #Jagaddhatri pujo 2024, #Pujo

আরো দেখুন