মালদহের রামকেলি ধামে রাধাকুণ্ডের স্নান উৎসবে উপচে পড়ল ভিড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার মধ্যরাতে মালদহের গুপ্ত বৃন্দাবন তথা রামকেলি ধামে ভক্তদের ব্যাপক ভিড় উপচে পড়ল। ব্রজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা রয়েছে। সেখানে স্বয়ং রাধারানি কুণ্ড খনন করেছিলেন। রাধাকুণ্ডের উৎপত্তি হয়েছিল। অনেকে এমন সময় বৃন্দাবনে যান। অনেকেই যেতে পারেন না। তাঁরা মহাপ্রভুর স্মৃতি বিজড়িত রামকেলি ধামে স্নান করেন।
শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাঁর দুই সহচর শ্রীরূপ ও সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত রাধাকুণ্ডে ভক্তরা স্নান উৎসবে মেতে ওঠেন। মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তিতে ভক্তরা লাইন দিয়ে প্রণাম অর্পণ করেন। ওই গ্রামের রূপ সনাতন মিলন মন্দিরে ব্যাপক জাঁকজমক উৎসব পালনের ধুম দেখা যায়। স্থানীয় এলাকার বিভিন্ন রাধাগোবিন্দ মন্দির থেকে নগর কীর্তনের পরিক্রমা বের হয়। ভক্তরা খোল, করতাল নিয়ে সেখানে অংশ নেন। একাধিক পাড়ায় তাঁরা কীর্তন করেন।
অন্যদিকে, পুরাতন মালদহ শহরে মহানন্দা নদীর একাধিক ঘাটে ভিড় থিক থিক করে। তুলসী গাছ নিয়ে পূর্ণার্থীরা নদীর ঘাটে রেখে দেন। এরপর নিয়ম অনুযায়ী সেখানে প্রদীপ প্রজ্বলন করেন। আরতি করে নদীতে ভাসিয়ে দেন। মহিলারা এক অপরের সঙ্গে সিঁদুর খেলাতেও মেতে উঠেন। রামকেলি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গৌড়বঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকেও ভক্তরা রামকেলি ধামে এসেছিলেন।