← রাজ্য বিভাগে ফিরে যান
Weather Update: এখনই কাটছেনা দুর্ভোগ, কালীপুজোতেও হতে পারে বৃষ্টি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস। ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফলের পর দিনভর বৃষ্টি হল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শনিবার সকাল থেকে রোদের দেখা পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও টানা ৬ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ শনিবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালীপুজোর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।