কালীপুজোয় বাজি পোড়ানো যাবে মাত্র দু’ঘণ্টা! কী নির্দেশ লালবাজারের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীপুজোর রাতে কেবল সবুজ বাজিই পোড়াতে হবে। হাইকোর্টের রায় অনুযায়ী, বাজি পোড়ানোর জন্য দু’ঘণ্টার ছাড়পত্র দিয়েছে কলকাতা পুলিশ। শহরে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। বিধি লঙ্ঘন করে গ্রিন বাজির বদলে নিষিদ্ধ বাজি ফাটালে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে এমনই বার্তা দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজো। শনিবার বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে বৈঠক করেন নগরপাল। শহরের শতাধিক পুজো কমিটির কর্তারা উপস্থিত ছিলেন। কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরাও হাজির ছিলেন। সিপি বলেন, সবাইকে সবুজ বাজি পোড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। কোনও ব্যক্তি বেআইনি নিষিদ্ধ বাজি ব্যবহার করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
কালীপুজোয় বাজি ফাটানোর জন্য অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে দমকল ও অ্যাম্বুলেন্স যাতে বিনা বাধায় ঘটনাস্থলে পৌঁছতে পারে, তা নজর রাখতে বলা হয়েছে পুজো উদ্যোক্তাদের। রাস্তা বন্ধ করে মণ্ডপ তৈরি না করার নির্দেশও দিয়েছে পুলিশ।