দেশ বিভাগে ফিরে যান

বর্ধিত পেনশনের আবেদন ১৭ লক্ষের, পেয়েছে ৮ লক্ষ, চাপে কেন্দ্রীয় সরকার

October 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বর্ধিত পেনশন নিয়েই অনীহা এখন চরমে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের। পুরো বেতনের উপর ভিত্তি করে বর্ধিত হারে পেনশন দেওয়া নিয়ে অবশ্য গোড়া থেকেই টালবাহানা চালাচ্ছিল মোদী সরকার। দপ্তরের সূত্র বলছে, আবেদন এসেছে প্রায় সাড়ে ১৭ লক্ষ কিন্তু এখনও পর্যন্ত ৮ হাজারের সামান্য বেশি সংখ্যক প্রবীণ নাগরিক বর্ধিত পেনশনের ওই সুবিধা পেয়েছেন। ইচ্ছাকৃতভাবে জটিল শর্ত আরোপ করে বর্ধিত পেনশনে রাশ টানা হচ্ছে অভিযোগ কেকেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

সব নথিপত্র ‘ক্লিয়ার’ হয়ে গেলেও, অর্থাৎ প্রশাসনিক কাজের শেষেও ডিমান্ড নোটিস পাঠাচ্ছে না পিএফ দপ্তর। সেই গাফিলতির জন্য আর্থিক ক্ষতি হচ্ছে আবেদনকারীদের। ইপিএস-৯৫ স্কিমের আওতায় থাকা পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘বহু আবেদনকারী অভিযোগ করছেন, মাসের পর মাস কেটে গেলেও, তাঁরা ডিমান্ড নোটিস পাচ্ছেন না। এটা হচ্ছে স্রেফ পিএফ দপ্তরের গাফিলতির জন্য। অথচ যে ক’মাস পর ওই নোটিস আসবে, সেই ক’মাসের সুদের বোঝা চাপবে আবেদনকারীরই ঘাড়ে।’

দপ্তরের কর্তারা বলছেন, গোড়া থেকেই যে নিয়ম করা হয়েছে, তাতে এই পেনশন পাওয়ার শর্তগুলি অত্যন্ত জটিল। প্রথমত, কর্মদাতা সংস্থার অনুমতি দরকার। বেশিরভাগ আবেদনকারীই সেই অনুমতি জোগাড় করতে পারেননি। যাঁরা সেই নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করতে পেরেছেন, তাঁদের ক্ষেত্রে আবার টালবাহানা শুরু হয়েছে ফর্মের স্ক্রুটিনিতে। মাসের পর মাস তাঁদের ফর্ম পড়ে থাকছে, আটকে গিয়েছে লক্ষ লক্ষ আবেদনকারী প্রবীণ নাগরিকের পেনশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Nda govt, #pension

আরো দেখুন