জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হল মাইক্রো ড্রোনের সাহায্যে স্ক্যানিং
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাইক্রো ড্রোনের সাহায্যে জঙ্গলের দুর্গম এলাকায় স্ক্যান করা শুরু করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জঙ্গলের দুর্গম এলাকায় কোথায় ক’টা গণ্ডার, চিতাবাঘ ও হাতি রয়েছে, মাইক্রো ড্রোনের মাধ্যমে তা খতিয়ে দেখছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। মাইক্রো ড্রোনের মাধ্যমে চোরাশিকারিদের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপুজোর প্রাক্কালে জলদাপাড়া জাতীয় উদ্যানে গোয়েন্দা সূত্রে চোরাশিকারিদের আনাগোনার খবর এসেছিল। হাই অ্যালার্ট জারি করে জাতীয় উদ্যানকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে বনদপ্তর। নজদরদারি আরও জোরদার করতে এবার মাইক্রো ড্রোনের সাহায্য নিয়েছে বন বিভাগ। মাইক্রো ড্রোন ক্যামেরার মাধ্যমে জঙ্গলের দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো যায়। গভীর জঙ্গলেও চোরাশিকারিদের গতিবিধি অনায়াসে পর্যবেক্ষণ করা সম্ভব। দুষ্কৃতীদের গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণের জন্যই জঙ্গল স্ক্যানিংয়ে মাইক্রো ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। আপাতত চারটি এমন ড্রোন ব্যবহার করা হচ্ছে।