কালীপুজোয় নৈহাটিতে উপচে পড়ে ভিড়, কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীপুজোয় মানুষের ঢল নামে নৈহাটিতে। ভিড় জমান উৎসাহী দর্শনার্থীরা। নৈহাটির ‘বড়মা’ পুজোয় ভক্তদের ঢল থাকেই। সেই মতো করে কালীপুজোয় নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শনিবার বারাকপুর পুলিশ কমিশনারেট নিরাপত্তা নিয়ে বৈঠক করে। গাইড ম্যাপ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
ফি বছর ‘বড়মা’র পুজোকে ঘিরে ভিড় বাড়ছে নৈহাটিতে। প্রায় ত্রিশটির মতো বড় কালীপুজো হয় এখানে। ভিড় সামাল দিতে তৎপর বারাকপুর পুলিশ কমিশনারেট। ফি বছর শহরের একাধিক রাস্তা নো এন্ট্রি থাকে। ট্রেনে করে নৈহাটির পুজো দেখতে আসেন দর্শনার্থীরা। উৎসবের মরশুমে নৈহাটির সুরক্ষায় মোতায়েন থাকবে পিঙ্ক পুলিশ। বিসর্জন উপলক্ষ্যেও থাকছে বিশেষ ব্যবস্থা। ৪ নভেম্বর প্রতিমা বিসর্জন। ওইদিন প্রতি বছর ব্যাপক ভিড় হয়। যান নিয়ন্ত্রণের জন্য আবাসিকদের সমস্যা হয়। এবছর বাসিন্দাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই রেল পুলিশের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। বড়কালী পুজো সমিতি-সহ সবকটি পুজো কমিটির সঙ্গেই আলোচনা করেছেন পুলিশ কর্তারা। শনিবার নৈহাটির পুজো সংক্রান্ত গাইড ম্যাপ প্রকাশ করে পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া জানান, “পুজোয় নারী সুরক্ষা নিয়েও আমার বিশেষভাবে তৎপর। কালীপুজোর কটা দিন আদ্যা (পিঙ্ক পুলিশ) সহ উইনার্স টিমের কড়া নজরদারি থাকবে।”