এগিয়ে এল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ একাদশের বার্ষিক পরীক্ষার শুরুর সময় এগিয়ে এল এক ঘণ্টা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দুপুর ৩টের বদলে পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। বিভিন্ন শিক্ষক সংগঠনই পরীক্ষা এগিয়ে আনার দাবি জানিয়েছিল। বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চললে নানা সমস্যা হয় বলে দাবি করেছিলেন তাঁরা। লোডশেডিং হলে উত্তর লেখার ক্ষেত্রে সমস্যা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি ফিরতেও অনেক দেরি হয়ে যায়। একাধিক দাবি জানিয়ে সংসদের কাছে চিঠি দিয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
প্রথমবারের জন্য দ্বাদশের টেস্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত স্কুলকে ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে। শিক্ষকদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের কিছু পরে শুরু হয়। দুই পরীক্ষার টেস্ট এক সঙ্গে নিয়ে থাকে স্কুলগুলি। এর জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্টের প্রস্তুতির সময় যেমন কম পায়, অন্যদিকে, টেস্টের পরে স্কুলের পঠনপাঠনও বন্ধ হয়ে যায়। টেস্ট দেরিতে নিলে স্কুলে না আসার প্রবণতা খানিক পিছিয়ে যায়। সেই সময় স্কুলে সিলেবাস শেষ করারও সুযোগ থাকে। মাধ্যমিকের টেস্ট (দশম শ্রেণির তৃতীয় সামেটিভ মূল্যায়ন) ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নেওয়ার কথা বলেছে মধ্যশিক্ষা পর্ষদ।