বিবিধ বিভাগে ফিরে যান

মোবাইলে আর আসবে না OTP, কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে জানেন?

October 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি থেকে প্রতারণাও ক্রমশ বেড়ে চলেছে। তাই নতুন মাস থেকে মোবাইলে আর নাও আসতে পারে ওটিপি। আগামী ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই (Telecom Regulatory Authority of India)।

সম্প্রতি ট্রাই-এর নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের টেলিকম কোম্পানিগুলি৷ নতুন ট্রাই-এর এই নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ট্রাই-এর তরফে বলা হয়েছে- ব্যাঙ্ক, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির পাঠানো লেনদেনের সার্ভিস মেসেজগুলির উৎস জানার জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। পাশাপাশি টেলিকম সংস্থাগুলিকে বার্তা পাঠানোর নেটওয়ার্কে ব্যাঘাত ঘটতে পারে এমন বার্তা ব্লক করতে বলা হয়েছে।

তবে ট্রাই-র এই নিয়ম মানতে নারাজ বহু টেলিমার্কেটিং সংস্থাই। এর ফলে ১ নভেম্বর থেকে ওটিপি ও অন্যান্য মেসেজ আসায় সমস্যা দেখা দিতে পারে। ট্রাই-র নির্দেশ না মানলে, এই ধরনের পরিষেবা যে বন্ধ করে দেওয়া হবে, তা আগেই জানানো হয়েছিল। গত অগস্ট মাসেই ট্রাই সমস্ত টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছিল, ব্যাঙ্ক, ই-কমার্স সাইট ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাঠানো মেসেজ বাধ্যতামূলকভাবে ট্রাক করতে হবে। জানা গিয়েছে, ট্রাই-র এই শর্তে টেলিকম সংস্থাগুলি রাজি থাকলেও, টেলিমার্কেটিং ও অন্যান্য সংস্থাগুলি রাজি নয়। তারা আরও দুই মাস সময় চেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#OTP, #TRAI, #New rule

আরো দেখুন